জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ২৪ শে মে ১৮৯৯ সালে জন্ম গ্রহণ করেন। তিনি বাংলায় প্রায় ৩০০০ এর ও বেশি গান লিখে গেছেন। যা আজও সবার মাঝে বিচরন করে আসছে ।
শুকনো পাতার নুপূর পায়ে
শুকনো পাতার নুপূর পায়ে
নাচিছে ঘূর্ণি বায়।
জল তরঙ্গে ঝিলমিল-ঝিলমিল
ঢেউ তুলে সে যায়।।
দীঘির বুকে শতদল দলি,
ঝরায়ে বকুল চাঁপার কলি,
চঞ্চল ঝরণার জল ছলছলি,
মাঠের পথে সে ধায়।।
বনফুল-আভরণ খুলিয়া ফেলিয়া,
আলুথালু এলোকেশ গগনে মেলিয়া
পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া
ধূলি-ধূসর কায়।।
ইরানী বালিকা যেন মরু-চারিণী
পল্লীর প্রান্তর-বন মনোহারিণী
ছুটে আসে সহসা গৈরি-বরণী
বালুকার উড়নী গায়।।
কোন মন্তব্য নেই: