নাম মোহাম্মদ বোল রে মন বাংলা লিরিক্স

বাংলা সাহিত্যে যাকে বাদ দিলে বাংলা সাহিত্যাঙ্গণ অসম্পূর্ণই থেকে যায় তিনি হলেন কবি কাজী নজরুল ইসলাম। সাহিত্য, বিজ্ঞান, আধুনিকতার পাশাপাশি গানের জগতেও রয়েছে তাঁর বিশাল ব্যাপ্তি। সমগ্র বাঙালির কাছে নজরুল সংগীত হলো একটা আবেগময় স্থান যা যুগের পর যুগ ধরে বাঙালির কাছে নতুন হয়েই রয়ে যাবে। প্রেম, বিরহ, প্রকৃতি প্রায় সমস্ত বিষয়ের উপরেই তিনি গান লিখেছেন। তিনি প্রায় ৩০০০ এর ও বেশি গান রচনা করেছেন। তাই তাঁর সুবিশাল গানের ভান্ডার থেকে আজ আপনাদের মাঝে "নাম মোহাম্মদ বোল রে মন" গানটি তুলে ধরলাম।


নাম মোহাম্মদ বোল রে মন বাংলা লিরিক্স
নাম মোহাম্মদ বোল রে মন


নাম মোহাম্মদ-বোল রে মন-নাম আহমদ-বোল।

যে নাম নিয়ে চাঁদ-সেতারা আস্‌মানে খায় দোল।।
পাতায় ফুলে যে নাম আঁকা
ত্রিভুবনে যে নাম মাখা,
যে নাম নিতে হাসিন ঊষার রাঙে রে কপোল।।
যে নাম গেয়ে ধায় রে নদী,
যে নাম সদা গায় জলধি,
যে নাম বহে নিরবধি পবন হিল্লোল।।
যে নাম রাজে মরু-সাহারায়,
যে নাম বাজে শ্রাবণ-ধারায়,
যে নাম-চাহে কাবার-মসজিদ -মা আমিনার-কোল।।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.