মানুষ ধর মানুষ ভজ লিরিক্স

বাংলা সুরের ভাবের শিল্পী বা দুঃখগাথা শিল্পী যাকে বলা হয় তিনি হলেন বারী সিদ্দিকী। তার জন্ম ১৫ নভেম্বর ১৯৫৪ এবং মৃত্যু ২৪ নভেম্বর ২০১৭। তিনি বাংলায় বহু গান গেয়েছেন, যা আমাদের মাঝে তার দুঃখগাথা গান গুলো আনমনেই গেয়ে ওঠে। আজ আপনাদের মাঝে তার আরেকটি জনপ্রিয় গান তুলে ধরলাম।

মানুষ ধর মানুষ ভজ লিরিক্স
মানুষ ধর মানুষ ভজ

কথাঃ রশীদউদ্দিন আহমেদ
চলচ্চিত্রঃ শ্রাবণ মেঘের দিন (১৯৯৯)
পরিচালকঃ হুমায়ূন আহমেদ

মানুষ ধর মানুষ ভজ

শোন বলি রে পাগল মন
মানুষের ভিতরে মানুষ
করিতেছে বিরাজন

মানুষ কি আর এমনি বটে
যার চরণে জগত লুটে
এই না পঞ্চ ভূতের ঘটে
খেলিতেছে নিরাঞ্জন
চৌদ্দ তালার উপরে দালান
তার ভিতরে ফুলের বাগান
লাইলী আর মজনু দেওয়ান
সুখেই করে যে আসন

দুই ধারে দুই কঠোরা
হায়াত মওত মাইঝখানে ভরা
সময় থাকতে উঠরে ত্বরা
নিকটেতে কালসমন
সোনার পুরী আন্ধার করে
যেদিন পাখি যাবে উড়ে
শূন্য খাঁচা থাকবে পড়ে
কে করবে আর কার যতন

তালাশে খালাশ মেলে
তালাস কর রঙমহলে
উঠিয়া হাবলঙের কূলে
চেয়ে থাকব সর্বক্ষণ
দেখিবে হাবলঙের কূলে
দুইদিকেতে অগ্নি জ্বলে
ভেবে রশিদউদ্দিন বলে
চমকিছে স্বর্ণের মতন।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.