বাংলা গানের সমাহারে আজ আপনাদের মাঝে বারী সিদ্দিকীর আরেকটি গান নিয়ে হাজির হলাম। "তুমি শুধু লীলা বোঝ মন বোঝনা" গানটি গেয়েছেন বাংলার জনপ্রিয় শিল্পী বারি সিদ্দিকী।
তুমি শুধু লীলা বোঝ মন বোঝনা
গেয়েছেনঃ বারী সিদ্দিকী
তুমি শুধু, লীলা বোঝ মন বোঝনা
তুমি শুধু লীলা বোঝ মন বোঝনা
বুঝিলে বুঝিতে রে শ্যাম
বুঝিলে বুঝিতে রে শ্যাম
মনের বেদনা আমার
প্রাণের বেদনা শ্যাম
তুমি শুধু, লীলা বোঝ মন বোঝনা শ্যাম
তুমি শুধু লীলা বোঝ মন বোঝনা
পরকে ভুলাইতে পারো
নিজেকে না ভুল
কুঞ্জবনে তােমার সনে
কি কথা ছিলো বলো
কি কথা ছিলো
পরকে ভুলাইতে পারো
নিজেকে না ভুল
কুঞ্জবনে তোমার সনে
কি কথা ছিলো বলো
কি কথা ছিলো
আমি তোমার প্রেমে মত্ত হইয়া
তোমার প্রেমে মত্ত হইয়া
মিছে রাধা হবো না গো
মিছে রাধা হবো না
তুমি শুধু-লীলা বোঝ-মন বোঝ না-শ্যাম
তুমি শুধু লীলা বোঝ মন বোঝ না
মিষ্টি বাঁশির সুরে সুরে
চাইয়া আমার পানে
হাত ধরে বলেছিলে শ্যাম
ভুলবেনা জীবনে, আমায়
ভুলবেনা জীবনে
মিষ্টি বাঁশির সুরে সুরে
চাইয়া আমার পানে
হাত ধরে বলেছিলে শ্যাম
ভুলবেনা জীবনে, আমায়
ভুলবেনা জীবনে
কথা দিয়া নৈরাশ করা
কথা দিয়া নৈরাশ করা
শ্যাম তোমার সাজে না গো
বন্ধু তোমার সাজে না
তুমি শুধু-লীলা বোঝ-মন বোঝ না-শ্যাম
তুমি শুধু লীলা বোঝ মন বোঝ না
বুঝিলে বুঝিতে রে শ্যাম
বুঝিলে বুঝিতে রে শ্যাম
মনের বেদনা আমার
আমার প্রানের বেদনা শ্যাম
তুমি শুধু-লীলা বোঝ-মন বোঝ না-শ্যাম
তুমি শুধু লীলা বোঝ মন বোঝ না
কোন মন্তব্য নেই: