"হারানো হিয়ার নিকুঞ্জ পথে" গানটি একটি জনপ্রিয় গান। গানটি গেয়েছেন জনপ্রিয় শিল্পী ফেরদৌস আরা এবং এর কথা ও সুর করেছেন কাজী নজরুল ইসলাম।
হারানো হিয়ার নিকুঞ্জ পথে
ধরনঃ নজরুল গীতি
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
সুরকারঃ কাজী নজরুল ইসলাম
গেয়েছেনঃ ফেরদৌস আরা
অ্যালবামঃ অজ্ঞাত
হারানো হিয়ার নিকুঞ্জ পথে
কুড়াই ঝরা ফুল একেলা আমি
তুমি কেন হায় আসিলে হেথায়
সুখের সরব বইতে নারি।
চারিপাশে মোর উড়িছে কেবল
শুকানো পাতা মলিন ফুলদল।
বৃথায় কেন হায় তব আঁখিজল
ছিটাও অবিরল দিবসজামি।।
এলে অবেলা পথিক বে’ ভুল
বিধিছে কাঁটা নাহি পাবে ফুল।
কি দিয়ে বরণ করিও চরণ
নিভিছে জীবন জীবনস্বামী।।
কোন মন্তব্য নেই: